ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

১৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে ন্যাশনাল পলিমার

প্রকাশিত: ০১:১৪ পিএম, ০১ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার ৩০ জুন সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৮ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮৯ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ টাকা ২৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

এসআই/একে/আরআইপি