ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আমদানি-রফতানি সংক্রান্ত হয়রানির নিষ্পত্তিতে গণশুনানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৩ আগস্ট ২০২০

আমদানি-রফতানি সংক্রান্ত দুর্নীতি বা হয়রানির নিষ্পত্তিতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর। আগামী ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রধান নিয়ন্ত্রকের দফতরের সম্মেলন কক্ষে (লেভেল-১৫, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন) গণশুনানি অনুষ্ঠিত হবে।

এ শুনানিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমদানি-রফতানি সংক্রান্ত কোনা ধরনের দুর্নীতি বা হয়রানির শিকার হয়ে থাকেন, তাহলে তাদেরকেও ডাকা হয়েছে। এক্ষেত্রে হয়রানির শিকার ব্যক্তির কথা সরাসরি শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক নিস্পত্তি করা হবে।

আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর সম্প্রতি এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে এর একটি কপি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এবং সেবা প্রদান সহজীকরণের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের আমদানি-রফতানি অধিদফতরের কার্যালয়সমূহের প্রতিশ্রুত সেবা দিতে হবে। তবে সেবা প্রদান পদ্ধতি সম্পর্কে কোনো অসন্তুষ্টি অথবা প্রদেয় সেবার সঙ্গে সম্পর্কিত বিধিবহির্ভূত কাজ অথবা নাগরিকের বৈধ অধিকার প্রদানে অস্বীকৃতির বিষয়ে কোনো অভিযোগ থাকলে এবং সেবার আরও উন্নীতকরণে পরামর্শ গ্রহণসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে সরাসরি শ্রবণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক নিস্পত্তি করতে চায় নিয়ন্ত্রকের দফতর। তাই এ অধিদফতরের অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার উপস্থিতিতে আগামী ৭ সেপ্টেম্বর একটি গণশুনানি গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ থাকলে প্রধান নিয়ন্ত্রকের দফতরে ডাকযোগে বা ই-মেইলের ([email protected]) মাধ্যমে ৭ সেপ্টেম্বরের আগেই পাঠাতে হবে। এছাড়া যদি কোনো সেবাগ্রহীতা বা সেবাপ্রত্যাশী উক্ত গণশুনানিতে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করতে চান, তাহলে নির্ধারিত সময়ের পূর্বেই আমদানি-রফতানি অধিদফতরের সহকারী নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামকে ই-মেইলে অবহিত করতে হবে।

এমইউএইচ/এসআর/পিআর