ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

১৭৭৭ টাকার মাসিক কিস্তিতে নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০২ পিএম, ১৯ আগস্ট ২০২০

জনপ্রতি সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দুজনের জন্য দুই রাত তিন দিনের এই প্যাকেজের মধ্যে কক্সবাজার আসা-যাওয়ার বিমান ভাড়া, হোটেল ভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।

ঢাকা ছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বনিম্ন দুই হাজার ৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নভোএয়ার।

নভোএয়ার জানায়, ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আটটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

Novo

প্যাকেজের মধ্যে থাকা হোটেলগুলো হচ্ছে- রয়েল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

এআর/এসআর/জেআইএম