ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ৫০০ কোটি টাকা

প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৯ অক্টোবর ২০১৫

খুব অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ধারাবাহিকভাবেই বাড়ছে লেনদেন। প্রথমবারের মতো গত সেপ্টেম্বরে দৈনিক গড় লেনদেন পাঁচশ` কোটি টাকা দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১৫ হাজার ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫০২ কোটি টাকা। আগের মাস আগস্টে ১২ হাজার ৮৪২ কোটি টাকা লেনদেন হওয়ায় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪২৮ কোটি টাকা। এতে করে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এসে দৈনিক লেনদেনের পরিমাণ ৭৪ কোটি টাকা বা ১৭ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।
 
অবশ্য লেনদেন বাড়লেও গত কয়েক মাস ধরে চালু (অ্যাকটিভ) অ্যাকাউন্টের সংখ্যা কমছিল। সেই ধারা থেকে বেরিয়ে এসে সেপ্টেম্বরে চালু অ্যাকাউন্ট বেড়ে এক কোটি ১৭ লাখে দাঁড়িয়েছে।

 বাংলাদেশ ব্যাংক থেকে এ যাবৎ ২৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স নিয়েছে। বর্তমানে কাজ করছে ১৯টি ব্যাংক।২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর পর ২০১১ সালে এর পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি নিশ্চিত হয়ে অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। প্রথমদিকে অনেক এজেন্ট এসব নির্দেশনা অমান্য করায় বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়।
 
মোবাইল ব্যাংকিংয়ে এগিয়ে থাকা বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির  বলেন, লেনদেন বাড়ার বিষয়টি সবার জন্য খুশির খবর। সব পক্ষ মোবাইল ব্যাংকিংকে ভালোভাবে গ্রহণ করায় প্রতিনিয়ত লেনদেন বাড়ছে।
 
জেডএইচ/এমএস