ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হরতালে ১০ দিন নষ্ট

প্রকাশিত: ০১:০০ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামি বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর রায় এবং এর পর আরেক নেতা কামারুজ্জামানের চুড়ান্ত রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা হরতালে আবারও বাধার মুখে পড়ে গেলে অর্থনীতি। ১০দিন নষ্ট হয়ে যাচ্ছে। যদিও হরতালে খুব একটা সাড়া নেই। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড ১০ দিনের জন্য স্থবির হয়ে যাবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

গত মঙ্গলবার মানবতাবিরোধি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তজার্তিক অপরাধ আদালত। আর সোমবার কামারুজ্জামানের চুড়ান্ত রায় দেয় উচ্চ আদালত। রায়কে কেন্দ্র করে আগামী বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

তথ্য মতে, এর ফলে আগামী রোববারের আগে বেগ পাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড। এদিকে হরতালে লন্ডভন্ড হয়ে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-জেএসসি সময়সূচি। ইতোমধ্যে পরীক্ষা দু`দফা পিছিয়ে দেওয়া হয়েছে।

ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে, প্রথম দফায় ডাকা হরতাল শেষ হতে না হতেই আবার হরতাল ঘোষণা করায় এফবিসিসিআই উদ্বিগ্ন। সংগঠনটি হরতাল প্রত্যাহার চায়।