ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আমদানির বিল অব এন্ট্রি স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২১ জুলাই ২০২০

পণ্য আমদানির বিল অব এন্ট্রির কাগুজে কপি দাখিল থেকে আমদানিকারকদের অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে শুল্ক কর্তৃপক্ষের অটোমেটেড ব্যবস্থা থেকে বিল অব এন্ট্রি সংগ্রহ করে তা ম্যাচিং করতে পারবে ব্যাংক। তবে এক্ষেত্রে শুল্ক-কর পরিশোধ বিষয় নিশ্চিত হওয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পরিপালন করতে হবে। এ সুবিধা অটোমেটেড ব্যবস্থায় পরিচালিত শুল্ক স্টেশনের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা-নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। আমদানি বাণিজ্য সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক কাগুজের কপি দাখিলের এ শর্ত শিথিল করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, বিদ্যমান বিধিতে আমদানি দায় পরিশোধের বিপরীতে পণ্য দেশে ঢোকা সাপেক্ষে কাগুজে বিল অব এন্ট্রি দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল অব এন্ট্রি দলিল দাখিল না হলে আমদানিকারক পরবর্তী আমদানি কার্যক্রম করতে পারে না।

নতুন নির্দেশনার ফলে শুল্ক কর্তৃপক্ষের অটোমেটেড সিস্টেম থেকে ব্যাংক নিজেই বিল অব এন্ট্রি সংগ্রহ করে আইএমপি ফরমের সাথে ম্যাচিং করতে পারবে।

এসআই/এইচএ/এমএস