করোনায় সাউথ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যু
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ও হাসনাবাদ শাখার ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন ভুঁইয়া (৪৫) মারা গেছেন।
সোমবার (২০ জুলাই) দুপুর দুইটায় রাজধানী গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জুন মাসের শেষের দিকে তিনি অসুস্থ হন এবং গত ৫ জুলাই তার করোনা পজিটিভ ধরা পড়ে। অসুস্থতার পর থেকে তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন, তবে শ্বাসকষ্ট বাড়ায় ১৭ জুলাই ভোররাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের করোনো ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিবাসী তোফাজ্জল হোসেন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘তোফাজ্জল হোসেন করোনাকালীন অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান রাখতে একজন ফ্রন্টলাইনার সেবক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে এসবিএসি ব্যাংক পরিবার একজন গুরুত্বপূর্ণ সদস্য হারিয়েছেন। এসবিএসি ব্যাংক পরিবার তাকে আজীবন স্মরণ করবে। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।’
এসআই/এসএইচএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ ৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২ মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই
- ৩ বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি
- ৪ ৩ বছরে দারিদ্র্যসীমার নিচে দেশের আরও সাড়ে ৭৮ লাখ মানুষ
- ৫ উন্নয়নে গতি নেই, ৫ মাসে এডিপি বাস্তবায়ন ১২ দশমিক ২৯ শতাংশ