ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শিগগিরই শ্রীলংকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৭ অক্টোবর ২০১৫

শিগগিরই শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসজা কে ঘুনাসেকারার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি করবো। এখন শ্রীলঙ্কার এয়ারক্রাফট সপ্তাহে ৭দিন বাংলাদেশে আসছে। আমরাও যেন শ্রীলঙ্কায় এয়ারক্রাফট পাঠাতে পারি, সে উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আরো ভালো করতে আলোচনা চলছে।

এসময় শ্রীলঙ্কার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আমরা যত্নশীল। বিনিয়োগের বিষয়ে আমরা কথা বলছি। শ্রীলঙ্কার যেসব পণ্য সারাবিশ্বে সমাদৃত, সেসব পণ্য আমরা বাংলাদেশেও রফতানি করতে চাই।

এসএ/এসকেডি/এমএস