ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেন না সাহেদ
করোনা চিকিৎসা নিয়ে প্রতারণার খবর ফাঁস হওয়ার পর রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের আরও অনেক অপকর্মের খবর বেরিয়ে আসছে। প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে হাসপাতাল, গাড়ি ও ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ নিয়েছেন কোটি কোটি টাকা। কিন্তু টাকা শোধ করার কোনো খবর নেই। ফলে একাধিক ব্যাংকে খেলাপির তালিকায় রয়েছে সাহেদ ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান।
জানা গেছে, সাহেদ প্রথমে ব্যাংকে কিছু টাকা আমানত রাখতেন। কিছুদিন পরই ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে ঋণ নিতেন। একবার ঋণ হাতে পেলে আর খবর থাকত না। খেলাপির টাকা চাইলে বিভিন্নভাবে চাপে ফেলতেন ব্যাংকারদের।
ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে দুই কোটি টাকা ঋণ নেন সাহেদ। পাশাপাশি সাহেদ করিম নামে ক্রেডিট কার্ড গ্রহণ করেন। এখন ঋণের টাকা ও খেলাপি ক্রেডিট কার্ডের বিল শোধ করছেন না। টাকা আদায়ে ব্যাংকটি দুটি মামলা করেছে। এর মধ্যে একটি সুদসহ তিন কোটি ৫২ লাখ টাকার মামলা। অন্যটি ক্রেডিট কার্ডের চার লাখ ৭৭ হাজার কোটি টাকার।
অন্যদিকে হাসপাতালের যন্ত্রাংশ কেনার নামে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখা থেকে ২০১৫ সালে দুই কোটি টাকা ঋণ নেন সাহেদ। কিন্তু সেই টাকা আর পরিশোধ হয়নি। এছাড়া পূবালী ব্যাংক থেকে ১৭ লাখ টাকা নিয়ে গাড়ি কেনেন সাহেদ করিম। এর বিপরীতে পাঁচ লাখ টাকার গ্যারান্টিও দেন তিনি। কয়েকটি কিস্তি শোধ করার পর আর কোনো খবর নেই। সুদে-আসলে তার পাওনা ২০ লাখ টাকা ছাড়িয়েছে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, রিজেন্ট কেসিএস, রিজেন্ট হাসপাতাল, আলবার্ট গ্লোবাল লিমিটেড, রিজেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডেভেলপমেন্টসহ প্রিমিয়ার ব্যাংকে আটটি হিসাব রয়েছে সাহেদের। এই হিসাবগুলোতে জমা আছে ১৭ লাখ টাকা। এর বিপরীতে বড় অংকের ঋণ প্রস্তাব করা হয়েছিল ব্যাংকটিতে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয়া হয়। সাহেদ করিম ব্যাংকটি থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন যার বিপরীতে খেলাপির পরিমাণ ৮০ হাজার টাকা।
এছাড়া ইউসিবি ব্যাংকের দুই লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকে এক লাখ টাকা, ঢাকা ব্যাংকের ৪৪ হাজার টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ হাজার টাকা ঋণখেলাপি রয়েছে সাহেদের। পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংকে এক লাখ টাকার মেয়াদি ঋণ রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গত বুধবার (১৫ জুলাই) সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।
এদিকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আর সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এসআই/বিএ/পিআর
টাইমলাইন
- ০১:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২০ বুকে ব্যথা : বিএসএমএমইউতে চিকিৎসা চলছে সাহেদের
- ০৮:১২ পিএম, ৩০ জুলাই ২০২০ সাহেদের অস্ত্র মামলার চার্জশিট
- ০৫:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২০ যেখান থেকে গ্রেফতার সেখানে সাহেদ
- ০৮:২৯ পিএম, ২৭ জুলাই ২০২০ ১০ দিনের রিমান্ডে খুলনায় সাহেদ
- ০৯:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২০ একজনের কাছ থেকেই দেড় কোটি টাকা মেরে দেন সাহেদ
- ০১:১৭ পিএম, ২৩ জুলাই ২০২০ সাহেদকে ডিবি থেকে র্যাবে হস্তান্তর
- ১২:৩২ পিএম, ২২ জুলাই ২০২০ সাহেদের মামলা বহু, সাজা কম
- ০৯:৫১ পিএম, ২১ জুলাই ২০২০ করোনার ভুয়া রিপোর্ট: সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর
- ০৯:৩৫ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ০৯:৩০ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ০৮:৫০ পিএম, ২১ জুলাই ২০২০ মেট্রোরেলের ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট, সাহেদের বিরুদ্ধে মামলা
- ০৫:১২ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করবে দুদক
- ০৫:০৯ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদের মামলা তদন্তের দায়িত্ব পেল র্যাব
- ০৫:১১ পিএম, ২০ জুলাই ২০২০ সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব
- ০৬:৪০ পিএম, ১৯ জুলাই ২০২০ রিজেন্টের এমডি মাসুদের ভায়রা কারাগারে
- ০৪:০৩ পিএম, ১৯ জুলাই ২০২০ ১৪০ ফোনকল-ই-মেইলে র্যাবের কাছে সাহেদের বিরুদ্ধে অভিযোগ
- ০১:৪১ পিএম, ১৯ জুলাই ২০২০ বিদেশে থেকেও অনেক সাহেদ ভূমিকা পালন করছে
- ১২:১৯ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
- ১২:১৩ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
- ০১:৪৬ পিএম, ১৮ জুলাই ২০২০ ‘বিপণনের জন্য’ জাল টাকা সংগ্রহ করেন সাহেদ
- ১১:০৬ এএম, ১৮ জুলাই ২০২০ রিজেন্ট গ্রুপের এমডি মাসুদের বিরুদ্ধে প্রতারণা মামলা
- ০৯:৪৯ এএম, ১৮ জুলাই ২০২০ সাহেদকাণ্ডে ক্ষুব্ধ শেখ হাসিনা
- ০৮:৫০ পিএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের মতো ‘দুধের মাছি’দের নিয়ে অধিক সতর্ক আ.লীগ
- ১১:০১ এএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা : প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
- ১০:১৫ পিএম, ১৬ জুলাই ২০২০ ক্লিন ইমেজ দাবি করা সাহেদ মূলত পাষণ্ড প্রকৃতির!
- ০৩:০৬ পিএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা, র্যাবের মামলা
- ০২:৩০ পিএম, ১৬ জুলাই ২০২০ ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেন না সাহেদ
- ০২:২৩ পিএম, ১৬ জুলাই ২০২০ প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ : ডিবি
- ১২:২৮ পিএম, ১৬ জুলাই ২০২০ কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি
- ১১:০৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে, তরিকুল সাত দিনের
- ১০:৪৪ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি
- ১০:৩৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদকে আদালতে নেয়া হয়েছে
- ০৯:৫৬ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা
- ১২:২৯ এএম, ১৬ জুলাই ২০২০ চার ব্যাংক থেকে সাহেদ সংশ্লিষ্ট নথি তলব করেছে দুদক
- ১১:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাজা পরোয়ানা মাথায় নিয়ে ১০ বছর ধরে ঘুরে বেড়িয়েছেন সাহেদ
- ০৮:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি
- ০৭:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২০ পাওনা টাকা চাইলেই মেরে ফেলার হুমকি দিত সাহেদ
- ০৬:৩২ পিএম, ১৫ জুলাই ২০২০ স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে সাহেদ
- ০৬:২১ পিএম, ১৫ জুলাই ২০২০ ঢামেকে সাহেদকে এতটুকুও বিচলিত দেখা যায়নি!
- ০৫:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ ঢামেক হাসপাতালে
- ০৪:২৮ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদের প্রতারণায় ভুক্তভোগীদের সহায়তা দিচ্ছে র্যাব
- ০১:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ আবারও সদর দফতরে সাহেদ, দুপুরে সংবাদ সম্মেলন র্যাবের
- ১২:৩৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে অভিযানে র্যাব
- ১২:২৭ পিএম, ১৫ জুলাই ২০২০ উত্তরায় একটি ভবন ঘিরে রেখেছে র্যাব
- ১১:৩৯ এএম, ১৫ জুলাই ২০২০ বারবার অবস্থান বদলেছেন সাহেদ
- ১০:৫৬ এএম, ১৫ জুলাই ২০২০ এলাকাবাসী মারতে চেয়েছিলেন সাহেদকে
- ১০:২৪ এএম, ১৫ জুলাই ২০২০ র্যাব সদর দফতরে সাহেদ
- ১০:২০ এএম, ১৫ জুলাই ২০২০ কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বলেছিলেন সাহেদ
- ১০:১৫ এএম, ১৫ জুলাই ২০২০ মোটা হওয়ায় দৌড়াতে পারেননি সাহেদ
- ০৯:২২ এএম, ১৫ জুলাই ২০২০ প্রত্যক্ষদর্শীর বর্ণনা : যেভাবে গ্রেফতার হলেন সাহেদ
- ০৯:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ ঢাকায় আনা হয়েছে সাহেদকে
- ০৮:৫৮ এএম, ১৫ জুলাই ২০২০ ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে চাচ্ছিলেন সাহেদ
- ০৮:২৮ এএম, ১৫ জুলাই ২০২০ বোরকা পরিহিত সাহেদকে নর্দমা থেকে টেনে বের করে র্যাব
- ০৭:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে
- ০৬:৫১ এএম, ১৫ জুলাই ২০২০ যেসব কুকর্মে গ্রেফতার সাহেদ
- ০৬:২৯ এএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ গ্রেফতার