ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারপ্রতি ১৩ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৫ জুলাই ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের (জিপি) পরিচালনা পর্ষদ ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১৩ টাকা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট। অর্থাৎ ৫ আগস্ট যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যত খুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।

এদিকে লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের এপ্রিল-জুন সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৩৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৬৯ পয়সা।

মুনাফা কমলেও কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭০ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ২৮ টাকা ৪০ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদপ্রবাহ বা অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ১৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২০ টাকা ৯৪ পয়সা।

এমএএস/বিএ/এমকেএইচ