ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনা আক্রান্ত ডিএসইর ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ৩০ জুন ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও দুজনের উপসর্গ দেখা দিয়েছে।

করোনা আক্রান্ত ডিএসইর তিন কর্মকর্তার মধ্যে রয়েছেন- উপ-মহাব্যবস্থাপক ইমাম হোসেন, ম্যানেজার আব্দুল কাদের এবং জুনিয়র এক্সিকিউটিভ অমিতা রানী।

করোনা উপসর্গ দেখা দিয়েছে ডিএসইর আরও দুই কর্মকর্তার। তারা হলেন এজিএম সৈয়দ মাহমুদ জুবায়ের এবং এক্সিকিউটিভ মাহমুদা আক্তার। এ দুই কর্মকর্তাও বর্তমানে ভালো আছেন। এছাড়া সিনিয়র ম্যানেজার শহীদুল্লাহর করোনা উপসর্গ দেখা দিয়েছে। তবে করোনা পরীক্ষায় তার রেজাল্ট নেগেটিভ এসেছে।

উপ-মহাব্যবস্থাপক ইমাম হোসেন জাগো নিউজকে বলেন, বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। বুকে এখনো কিছু কফ জমে আছে। তবে শ্বাসকষ্ট তেমন নেই।

ম্যানেজার আব্দুল কাদের জাগো নিউজকে বলেন, করোনা আক্রান্ত হয়েছি অনেক দিন হয়েছে। এখন ভালো আছি। আগামীকাল আবার পরীক্ষা করাবো। মাঝে মধ্যে বুকে ব্যথা হয়েছে, তবে শ্বাসকষ্ট বা বড় কোনো সমস্যা হয়নি।

এজিএম সৈয়দ মাহমুদ জুবায়ের জাগো নিউজকে বলেন, শুক্রবার (২৬ জুন) থেকে জ্বর ঠান্ডা দেখা দিয়েছে। রোববার (২৮ জুন) করোনা টেস্ট করতে দিয়েছি। তবে এখনো রিপোর্ট পাইনি। বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি।

সিনিয়র ম্যানেজার শহীদুল্লাহ জাগো নিউজকে বলেন, আমার করোনা উপসর্গ দেখা দিলে টেস্ট করায়। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন শারীরিকভাবে সুস্থ আছি।

এদিকে একাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত এবং কয়েকজনের উপসর্গ দেখা দেয়ায় ডিএসইর কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলছেন, দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। কে কখন আক্রান্ত হয় তার ঠিক নেই।

একজন ডিজিএম বলেন, ইতিমধ্যে অফিসের তিনজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আরও কয়েকজনের উপসর্গ দেখা দিয়েছে। এরা প্রত্যেকেই অফিস করেছেন। কেউ কেউ আছেন যারা অন্য কর্মকর্তাদের সঙ্গে অফিসের একই গাড়িতে যাতায়াত করেছেন। স্বাভাবিকভাবেই সবার মধ্যেই এখন এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

অপর এক কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কে কখন আক্রান্ত হই ঠিক নেই। এরই মধ্যে প্রতিনিয়ত আমাদের অফিস করতে হচ্ছে।

এমএএস/এএইচ/এমকেএইচ