ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

খুচরায় বাড়ছে জিরা-এলাচের দাম, পাইকার বলছে কমেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৬ এএম, ২১ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে অস্বাভাবিক দাম বাড়লেও ঈদের পর রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন মসলার দাম কিছুটা কমে। তবে খুচরা বাজারে এখন আবার জিরা ও এলাচের দাম বাড়তে শুরু করেছে।

রোববার (২১ জুন) রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দাম বাড়ার তথ্য উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও।

খুচরা বাজারে জিরা ও এলাচের দাম বাড়লেও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি পাইকারিতে দাম বাড়েনি। উল্টো দাম কমেছে।

বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে যারা যায়, জিরার কেজি বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩৮০-৪০০ টাকার মধ্যে। তবে করোনার প্রকোপ শুরু হলে জিরার কেজি ৬০০ টাকা পর্যন্ত উঠেছিল।

গত এক সপ্তাহে দাম বাড়ার তালিকায় থাকা এলাচের কেজি খুচরা বিক্রি হচ্ছে ৩৬০০-৩৮০০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৩২০০-৩৪০০ টাকার মধ্যে। আর করোনা প্রকোপের মধ্যে এলাচের কেজি ৪২০০ টাকা পর্যন্ত উঠেছিল।

সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে, এক সপ্তাহের ব্যবধানে জিরার দাম বেড়েছে ৩ দশমিক ৭৫ শতাংশ। আর এলাচের দাম বেড়েছে ৭ দশমিক ২৫ শতাংশ।

রামপুরার ব্যবসায়ী মিন্টু বলেন, ‘কোরবানির ঈদের আর দেড় মাসও বাকি নেই। এ কারণে হয়তো এখনই মসলার দাম বাড়তে শুরু করেছে। তাছাড়া ঈদের পর মসলার তেমন চাহিদা ছিল না, এখন চাহিদা কিছুটা বেড়েছে। এ কারণে দাম কিছুটা বাড়তি।’

তিনি বলেন, প্রতিবছরই কোরবানির ঈদের সময় মসলার দাম বাড়ে। এবার প্রাথমিকভাবে জিরা ও এলাচের দাম বেড়েছে। আমাদের ধারণা, সামনে অন্য মসলার দামও বাড়বে। এবার হয়তো একটু আগেভাগেই মসলার দাম বেড়ে যাবে। যাতে ঈদের আগে মসলার দাম বেড়েছে এমন অভিযোগ তোলা না যায়।

মালিবাগের ব্যবসায়ী জসিম বলেন, ‘আগে যে জিরা ২৮০ টাকা কেজি কিনেছি এখন তা ৩২০ টাকা কেজি কেনা লাগছে। এলাচের দাম অনেক বেড়েছে। এছাড়া পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সবকিছুর দাম বাড়তি। তবে দারুচিনি, লবঙ্গের আগের দামেই আছে। আমাদের ধারণা, কয়েকদিনের মধ্যে এ মসলার দামও বাড়বে। কারণ আস্তে আস্তে কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসছে।’

খিলগাঁওয়ের ব্যবসায়ী মিলন বলেন, ‘করোনার শুরুতেই সব ধরনের মসলার দাম বেড়ে যায়। ঈদের আগে পাইকারি ব্যবসায়ীরা মসলার দাম কমানোর ঘোষণা দিলে তা বাস্তবায়ন হয় ঈদের পর। তবে মসলার দাম কমা এক মাসও স্থির হয়নি। এখন আবার দাম বাড়তে শুরু করেছে। অবস্থা যা তাতে মনে হচ্ছে, ঈদের অনেক আগেই এবার মসলার দাম বেড়ে যাবে।’

খুচরা ব্যবসায়ীরা মসলার দাম বাড়ার এমন তথ্য দিলেও পাইকারিতে মসলার দাম বাড়ার বিষয়টি অস্বীকার করেছেন পাইকাররা। এ বিষয়ে পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো. এনায়েত উল্লাহ জাগো নিউজকে বলেন, পাইকারিতে মসলার দাম বাড়েনি বরং কমেছে। তিনি বলেন, মৌলভীবাজারের জিরার কেজি ২৮০ টাকা বিক্রি হচ্ছে। এলাচ বিক্রি হচ্ছে ২৬০০-২৭০০ টাকা কেজি। তাহলে দাম বাড়ল কীভাবে?

তিনি বলেন, ‘খুচরা ব্যবসায়ীরা ৫০ গ্রাম, ১০০ গ্রাম করে বিক্রি করে। তারা তো একটু বেশি লাভ করবেই। তাছাড়া দোকান ভাড়াসহ বিভিন্ন খরচ আছে। স্বাভাবিকভাবেই ৩০০ টাকায় কেনা পড়লে তারা ৩৬০-৩৮০ টাকায় বিক্রি করবে।’

এমএএস/এসআর/পিআর