ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

২০০০ পরিবারের পাশে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৪ মে ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এ ছুটিতে মানুষের চলাচল সীমিত করার জন্য বন্ধ রয়েছে গণপরিবহনও।

এ পরিস্থিতিতে দৈনন্দিন খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দরিদ্র অসহায় এই জনগোষ্ঠীর অনেকেই খাদ্যাভাবে অনাহারে রয়েছেন। ঢাকাসহ সারা দেশে অসহায় এ ব্যাপক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে এবং বিত্তবানদের সহযোগিতায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কার্যক্রমে সাড়া দিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সারা দেশে দুই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে।

tran-2.jpg

করপোরেশনের পরিচালনা পর্ষদের নির্দেশনায় এবং ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। ‘করোনা দুর্যোগে মানুষের পাশে, মানবিক সহায়তা কার্যক্রম’ এ স্লোগানকে সামনে রেখে মহা-ব্যবস্থাপকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে করপোরেশনের জোনাল অফিসের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, এর আগে করপোরেশনের পরিচালনা পর্ষদ থেকে এ খাতে ১২ লাখ টাকা অনুমোদন প্রদান করা হয়। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী জানান, ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।

এমইউএইচ/এফআর/এমএস