ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তৃতীয় প্রান্তিকে উত্তরা ব্যাংকের আয় বেড়েছে

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২০ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। যা আগের বছরের তুলনায় ২৭ পয়সা বা ৩১ দশমিক ৩৯ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৫৯ পয়সা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫- সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

প্রতিবেদর অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে আয় বেড়েছে। প্রথম নয় মাসে (জানুয়ারি ১৫- সেপ্টেম্বর ১৫) ব্যাংকটির শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৯১ পয়সা। যা আগের বছরের তুলনায় ৫২ পয়সা বেশি। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩৯ পয়সা।

এদিকে প্রথম নয় মাসে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৯ পয়সা, যা  ৩১ ডিসেম্বর ২০১৪ সালে ছিলো ২৯ টাকা ৫৮ পয়সা।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/পিআর