ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনায় ব্যবসা-বাণিজ্যে করণীয় ঠিক করতে বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৯ মে ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। দেশেও প্রায় দেড় মাস ধরে চলছে সাধারণ ছুটি। এই ছুটিকে কার্যত লকডাউনই বলা চলে। এতে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে।

কিন্তু এর মধ্যে তৈরি পোশাকসহ কিছু প্রতিষ্ঠান চালু করা হয়েছে। তবে করোনায় আক্রান্তের হার দিনকে দিন বেড়ে চলাই তা নিয়েও সমালোচনা রয়েছে।

এ ক্রান্তিকালে সার্বিক বিষয়ে করোণীয় ঠিক করতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির’ সপ্তম আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী জানিয়েছেন।

বৈঠকে অনলাইনে সংযুক্ত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। সভাটি সীমিত আকারে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এমইউএইচ/বিএ/এমকেএইচ