ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পাঁচ ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে ব্যাংকগুলো ।

পর্ষদ সভায় প্রতিষ্ঠানগুলোর ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য ২০১৫ সালের অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হবে।

ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংক
ডাচ-বাংলা ব্যাংকেরর পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ।

এক্সিম ব্যাংক
এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের পর্ষদ সভা আগামী ২১ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ।

ঢাকা ব্যাংক
ঢাকা ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন ব্যাংক
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আগামী ২১ অক্টোবর বুধবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

এসআই/এসকেডি