ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচকের ঊর্ধ্বমুখীতে চলছে লেনদেন

প্রকাশিত: ০৬:১০ এএম, ১৯ অক্টোবর ২০১৫

অব্যাহত দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এর আগে টানা তিন কার্যদিবস দরপতন হয়েছে শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে চার হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় টাকার অংকের লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে এ সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে সিএসই৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৩৬ পয়েন্টে এবং সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা।

এসআই/আরএস/এমএস