ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৯ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। যা আগের বছরের তুলনায় ৫৯ পয়সা বা ১১১ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৫৩ পয়সা।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫- সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

প্রতিবেদর অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে আয় বেড়েছে। প্রথম নয় মাসে (জানুয়ারি ১৫- সেপ্টেম্বর ১৫) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৪৭ পয়সা। যা আগের বছরের তুলনায় ৯৪ পয়সা বেশি। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯৩ পয়সা।

এদিকে প্রথম নয় মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা, যা  ৩১ ডিসেম্বর ২০১৪ সালে ছিলো ২২ টাকা।

উল্লেখ, `এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/এমএস