ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

স্বপ্নকে ধন্যবাদ জানালো সিআরপি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১১ মে ২০২০

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বৃহত্তম সুপারশপ স্বপ্ন এবার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড'র (সিআরপি) পাশে দাঁড়ালো।

করোনার প্রাদুর্ভাবের কারণে প্রয়োজনীয় কিছু সামগ্রীর বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে যোগাযোগ করা হলে রোববার বিকেলে বিনামূল্যে বেশকিছু হ্যান্ড স্যানিটািইজার ও মাস্ক প্রদান কবা হয়। তখন সিআরপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব প্রোগাম শাহানাজ ‍সুলতানা, হেড অব সাপোর্ট শহিদুর রহমান, হিসাববিভাগীয় প্রধান মিজানুর রহমান এবং ফিজিওথেরাপিস্ট জাহিদ উদ্দিন।

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুঝিয়ে দেবার সময় স্বপ্ন’র পক্ষ থেকে সাভারের সিআরপিতে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার কামরুজ্জামান মিলু।

এ বিষয়ে ফিজিওথেরাপিস্ট জাহিদ উদ্দিন বলেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে সিআরপির পাশে থাকার জন্য স্বপ্ন সুপারশপকে ধন্যবাদ জানাচ্ছি। সিআরপি পরিবার আশা করে এভাবে স্বপ্ন সুপারশপ সবসময় সিআরপির পাশে থাকবে।

জেডএ/পিআর