ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বন্ধ মার্কেট ও দোকানের কর্মীদের বেতন দেয়ার আহ্বান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৭ মে ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ থাকা দোকান ও বাণিজ্যিক বিক্রয় প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, যেসব মার্কেট ও দোকান রমজানে বন্ধ রাখবে সেই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই বেতন-ভাতা পাবেন। প্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ, তারা আমাদের ডে-লেবার নয় তাদেরকে আমরা বেতনভুক্ত রেখেছি, তারা চাকরিজীবী। তাই মালিকরা যতটুকু পারেন তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা করে বেতন-ভাতা পরিশোধ করবেন। যদিও বর্তমান পরিস্থিতিতে মালিকদের অর্থ সংকট রয়েছে।

এর আগে গত সোমবার সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে। বলা হয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে সীমিত আকারে মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। শপিংমলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকতে হবে। বিকেল ৪টার মধ্যে দোকান-পাট ও শপিং মল বন্ধ করতে হবে।

এদিকে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিলেও মহামারি করোনাভাইরাসে উদ্বেগজনক হারে বিস্তার রোধ না হলে, জনস্বাস্থ্য বিবেচনায় রমজান মাসে রাজধানীর অন্যতম সেরা দুটি শপিংমল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স না খোলার নিদ্ধান্ত নিয়েছে স্ব স্ব কর্তৃপক্ষ।

এর আগে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। শপিংমলও বন্ধ রাখতে বলা হয়। সেই ছুটির মেয়াদ পর্যাক্রমে ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এসআই/এমএসএইচ/পিআর