ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অগ্রণী ব্যাংকের ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৬ মে ২০২০

অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৬০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্তের সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সভা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে এটি ব্যাংকটির দ্বিতীয় ভার্চুয়াল সভা।

সভায় ব্যাংকের পরিচালক মিসেস মাহমুদা বেগম, কাশেম হুমায়ুন, ড. মো. ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, আব্দুল মান্নান, পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী অংশগ্রহণ করেন।

ব্যাংক কর্মকতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৮ এপ্রিল রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়।

এসআই/জেডএ/পিআর