ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এবার ডালের দাম কমাল সিটি ও মেঘনা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৫ মে ২০২০

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সিটি এবং মেঘনা গ্রুপ এবার ডালের মূল্য প্রকারভেদে প্রতিকেজিতে ৫ থেকে ১০ টাকা কমিয়েছে। মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৪ মে) বাণিজ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালীন সময়ে ভোক্তা সাধারণের সুবিধার্থে পবিত্র রমজান মাসে প্রতি লিটার ভোজ্যতেলের বোতলে ৫ টাকা এবং প্রতি কেজি প্যাকেট চিনির দাম ৩ টাকা কমিয়েছে সিটি ও মেঘনা গ্রুপ

গতকাল বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে আলোচনার পর ভোক্তা সাধারণের সুবিধার্থে পবিত্র রমজান মাসে সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমিয়ে বিক্রি করছে।

এদিকে, সিটি গ্রুপের পক্ষ থেকে পাঠানো আলাদা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি এবং পবিত্র রমজানে সরকারি প্রচেষ্টা ও সহযোগিতার সঙ্গে সংগতি রেখে ভোক্তা সাধারণের সুবিধার্থে সিটি গ্রুপ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার থেকেই নতুন নির্ধারিত ওই মূল্য কার্যকর করা হয়।

উল্লেখ্য, প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ছিল ১১০ টাকা, দাম কমানোর ফলে বর্তমান মূল্য ১০৫ টাকা। ২ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য ছিল ২১৮ টাকা, বর্তমান মূল্য ২০৮ টাকা। ৫ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য ছিল ৫৩০ টাকা, বর্তমান মূল্য ৫০৫ টাকা হয়েছে।

এ ছাড়া তীর ব্র্যান্ডের প্যাকেট চিনির প্রতি কেজির মূল্য ছিল ৭২ টাকা, বর্তমান মূল্য ৬৯ টাকা।

এদিকে, এবার রোজা শুরুর কয়েক দিন আগে থেকেই একের পর এক নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও কয়েক রোজা যেতেই চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম কিছুটা কমছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে, রোজার এক সপ্তাহে মাত্র দুটি পণ্যের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮টি পণ্যের

এমইউএইচ/জেডএ/এমএস