ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন দেবে আবুল খায়ের গ্রুপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ মে ২০২০

মহামারি করোনা সংকটকালে দেশের মানুষকে বাঁচাতে অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করবে আবুল খায়ের গ্রুপ। সে লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

করোনা রোগীদের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজস্ব ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ২০০ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত অন্যান্য হাসপাতালেও অক্সিজেন সরবরাহ করা হবে।

জানা গেছে, দেশে বাণিজ্যিকভাবে অক্সিজেন উৎপাদন করা সব থেকে বড় প্রতিষ্ঠানটিতে দৈনিক উৎপাদন সক্ষমতা ১২০ টন। সেখানে আবুল খায়েল গ্রুপের একেএস প্লান্টে রয়েছে ২৬০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা, যা বাংলাদেশে বৃহত্তম। তবে এই অক্সিজেন স্টিল উৎপাদনে ব্যবহার করা হয়। বাণিজ্যিকভাবে বিক্রি হয় না।

এখন করোনা রোগীদের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অক্সিজেন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে আবুল খায়েল গ্রুপ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ২০০ সিলিন্ডার সরবরাহ করা হবে। পরবর্তীতে কোম্পানি সরবরাহ করা সিলিন্ডারের বাইরেও পাওয়া অতিরিক্ত সিলিন্ডার সিলিং করে করোনা নির্ধারিত হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে।

এ জন্য ইতোমধ্যে একটি হেল্প ডেস্কও খুলেছে আবুল খায়ের গ্রুপ। এই হেল্প ডেস্কের মোবাইল নম্বরে জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আবুল খায়ের গ্রুপের করপোরেট অফিসের এক কর্মকর্তা বলেন, আমাদের কাজ তথ্য সংগ্রহ করা। করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল থেকে ফোন করে তারা তাদের রিকয়ারমেন্ট আমাকে বলবে, আমি সেটা নোট করে হায়ার অথরিটিকে জানাই। এরপর হায়ার অথরিটি যোগাযোগ করে কিভাবে পৌঁছাবে তা তারা ঠিক করবে।

এদিকে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালকে অক্সিজেনের জন্য ০১৯৮৮৮০২১৬৬ হেল্প লাইনে যোগাযোগ করতে অনুরোধ করেছে আবুল খায়েল গ্রুপ।

এমএএস/এমএফ/এমকেএইচ