ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হিসাব পেশাজীবীদের সম্মেলন শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ১০:০৪ এএম, ১৭ অক্টোবর ২০১৫

হিসাব শাখার পেশাজীবীদের দক্ষিণ এশিয়া অঞ্চলের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) দুই দিনব্যাপী সম্মেলন কাল (রোববার) শুরু হচ্ছে। শনিবার রাজধানীর হোটের সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে। দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এই সংবাদ সম্মেলনে আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন আইসিএমএবির সভাপতি আবু সৈয়দ মো. শায়খুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান কাউন্সিলের সদস্য মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক আবদুর রহমান খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্কভুক্ত আটটি দেশের মধ্যে সাতটি দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেবে। দেশি-বিদেশি মিলিয়ে সাড়ে ৪০০ থেকে ৫০০ পেশাজীবী সম্মেলনে উপস্থিত থাকবেন।এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিল্প ও সেবা খাতে গতি সঞ্চার করতে আর্থিক খাতের সংস্কার’।

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় একা কোনো দেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে দরকার সমন্বিত উদ্যোগ। এ কারণে সংগঠনভুক্ত দেশগুলোর সংস্কারের সফলতা-ব্যর্থতা নিয়েও আলোচনা হবে সম্মেলনে। যেসব সুপারিশ বা অভিজ্ঞতা পাওয়া যাবে, সেগুলোকে কিভাবে দেশের কাজে লাগানো যায়, সেই পথ খুঁজে বের করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

এসএ/এএইচ/আরআইপি