ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পুঁজিবাজারে এন ক্যাটাগরির চার কোম্পানি

প্রকাশিত: ০৭:৩২ এএম, ০১ নভেম্বর ২০১৪

পুঁজিবাজারে সপ্তাহজুড়ে শেয়ার দর বেড়েছে ‘এন’ ক্যাটাগরির চার কোম্পানির। ফলে কোম্পানিগুলো সাপ্তাহিক দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও সুহৃদ ইন্ডাষ্ট্রিজ। ‍

 

সপ্তাহজুড়ে শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর বেড়েছে ৫৯.৬৬ শতাংশ। এ কোম্পানির ২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৪০০ শেয়ার ১১ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকায় লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.১৮ শতাংশ বা ১৭.৫ টাকা বেড়ে সর্বশেষ ২০৮.২ টাকায় লেনদেন হয়েছে।

 

সাইফ পাওয়ারটেকের শেয়ার দর বেড়েছে ১৯.৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৮ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৮০০টি শেয়ার ৪১ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৭.৫ টাকা বেড়ে সর্বশেষ ৮২.৫ টাকায় লেনদেন হয়েছে।


খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বেড়েছে ১৫.৪৭ শতাংশ। এ কোম্পানির ১২ কোটি ৪ লাখ ৭৬ হাজার শেয়ার ৬০ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৪.৯৫ শতাংশ বা ১.৫ টাকা বেড়ে সর্বশেষ ৩২.১ টাকায় লেনদেন হয়েছে।


সুহৃদ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৫.৫৪ শতাংশ। এ কোম্পানির ৩ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৮০০টি শেয়ার ১৭ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। বৃহস্পতিবার সুহৃদ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৮৬ শতাংশ বা ৪.১ টাকা বেড়ে সর্বশেষ ৪৫.৭ টাকায় লেনদেন হয়েছে।


বৃহস্পতিবার ডিএসইতে দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। ওইদিন এ শেয়ারের দর বেড়েছিল ১০ শতাংশ বা ৭.৫ টাকা। এছাড়া ৯.৮৫ শতাংশ বা ৪.১ টাকা দর বেড়ে তালিকার ৪র্থ স্থানে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ এবং ৯.১৭ শতাংশ বা ১৭.৫ টাকা দর বেড়ে শাহজিবাজার পাওয়ার ৮ম স্থানে অবস্থান করে।


বুধবার ৯.৯৭ শতাংশ বা ১৭.৩ টাকা দর বেড়ে শাহজিবাজার পাওয়ার ৩য় স্থানে, ৯.৯৭ শতাংশ বা ৬.৮ টাকা দর বেড়ে সাইফ পাওয়ারটেক ৪র্থ স্থানে, ৯.৭৮ শতাংশ বা ২.৭ টাকা দর বেড়ে খুলনা প্রিন্টিং ৫ম স্থানে এবং ৯.৭৬ শতাংশ বা ৩.৭ টাকা দর বেড়ে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ ৬ষ্ঠ স্থানে অবস্থান করে।


মঙ্গলবার ৯.৯৫ শতাংশ বা ১৫.৭ টাকা দর বেড়ে শাহজিবাজার পাওয়া তালিকার প্রথস্থানে, ৬.৫৬ শতাংশ বা ৪.২ টাকা দর বেড়ে সাইফ পাওয়ারটেক দ্বিতীয় স্থানে অবস্থান করে। সোমবার ৯.৯৭ শতাংশ বা ১৪.৩ টাকা দর বেড়ে শাজিবাজার পাওয়ার তালিকার প্রথমস্থানে অবস্থান করে। এছাড়া রবিবার ৯.৯৬ শতাংশ বা ১৩ টাকা দর বেড়ে শাহজিবাজার পাওয়ার তালিকার প্রথমস্থানে অবস্থান করে।