ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লকডাউনের সময় বিমানের গুদামের স্টোরেজ চার্জ মওকুফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সিদ্ধান্ত মতে দেশের অধিকাংশ এলাকায় লকডাউন চলমান। এ কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অনেকেই আমদানি পণ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়্যার হাউজ থেকে নিয়ে যেতে পারছে না। তাই লকডাউন চলা পর্যন্ত আমদানিকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়্যার হাউজে রক্ষিত সব পণ্যের ফ্রি টাইম পরবর্তী স্টোরেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৯ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

চিঠিতে বলা হয়, করােনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ মার্চ হতে ছুটি চলছে। এ কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং যাতায়াত ব্যবস্থা সীমিত রয়েছে। এ কারণে ২৬ মার্চ হতে লকডান চলার সময় পর্যন্ত আমদানিকৃত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়্যার হাউজে রক্ষিত সব পণ্যের ফ্রি টাইম পরবর্তী স্টোরেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়্যার হাউজে রাখা ডেলিভারির জন্য অপেক্ষমান সব পণ্যের ফ্রি টাইম পরবর্তী স্টোরেজ চার্জ মওকুফের বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এমইউএইচ/এমএসএইচ/পিআর