সাতারকুলে পাঁচ শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।
এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চিড়া, মুড়ি, নুডলস, বিস্কুট, টোস্ট, দুধ, কেক ও জুস। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব খাদ্য বিতরণে সহযোগিতা করেন।
এর আগে চলতি মাসে দুই দফায় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, রংপুর, নাটোর মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, বগুড়া, বরিশালসহ আরও কয়েকটি জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেডএ/এমএস