ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অব্যাহত দরপতনে পুজিঁবাজার

প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

সপ্তাহ জুড়ে বেশিভাগ সময় নেতিবাচক ধারা ছিল দেশের পুঁজিবাজারে। এনিয়ে টানা তিন সপ্তাহ ধরে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গেল সপ্তাহেও দেশের উভয় বাজারে অবনতি হয়েছে সব ধরনের সূচক, পিই রেশিও  ও বাজার মূলধন। হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই দিন বাড়লেও বাকি তিনদিন দরপতন হয়েছে। এসময়  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৪ পয়েন্ট বা ২ দশমিক ১৯ শতাংশ, ডিএস৩০ সূচক কমেছে ৫০ পয়েন্ট বা ২ দশমিক ৭৩ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস  কমেছে ৩৪ পয়েন্ট বা ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর বাজান মূলধন কমেছে ২ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে লেনদেন বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যা সপ্তাহের চেয়ে ২৩১ কোটি ৩২ লাখ টাকা বেশি। আর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গেল সপ্তাহে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৮টি, কমেছে ২৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ দশমিক শূন্য ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৮৫ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৬৩২ টাকায়। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ দশমিক ৩৮ শতাংশ কমে ১৫ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে।

এসআই/এসকেডি/এমএস