ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রাণ ফ্রুটো বিজনেস উৎসব শুরু শুক্রবার

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে প্রাণ ফ্রুটো প্রথম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫। দু’ দিনব্যাপী এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।

দেশীয় সংস্কৃতির চর্চা এই উৎসবের মূল উদ্দেশ্য। উৎসবে থাকছে বিজনেস অলিম্পিয়াড, ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, বিজনেস জেনারেল নলেজ অলিম্পিয়াড, রিউবিক কিউব চ্যালেঞ্জ, ফটোগ্রাফি কনটেস্ট, আইকন ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।   

শুক্রবার সকাল ১০টায় নটরডেম কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি  থাকবেন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান। এছাড়া নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, হেড অব গাইডেন্স ফাদার সুশান্ত এ. গোমেজ প্রমূখ উপস্থিত থাকবেন।

আরএম/এসকেডি/এএইচ/পিআর