মুক্তিযোদ্ধা ও ভোক্তা ঋণের কিস্তি স্থগিত করল সোনালী ব্যাংক
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কনজুমার লোন (ভোক্তা ঋণ) ও সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মেয়াদি ঋণের এপ্রিল মাসের কিস্তি স্থগিত করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।
বুধবার (১৫ এপ্রিল) সোনালী ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি মহাব্যবস্থাপকদের কাছে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের এই সংকট মুহূর্তে সীমিত আয়ের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করার জন্য সাধারণ ঋণের আওতায় বিতরণকৃত কনজুমার লোন বা পার্সোনাল লোন এবং সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ঋণের এপ্রিল মাসের কিস্তি স্থগিত করা হয়েছে।
তবে কনজুমার লোন, পার্সোনাল লোন ও সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মেয়াদি ঋণ হিসাবের মেয়াদ পূর্তির পরবর্তী মাসে অতিরিক্ত কিস্তির মাধ্যমে আদায় করা যাবে।
আর এই আদেশ সোনালী ব্যাংকের সকল শাখায় পাঠিয়ে নির্দেশনা বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়েছে।
এসআই/বিএ