ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক ও আইএফসির মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ১১:১২ এএম, ১৪ অক্টোবর ২০১৫

সহযোগিতার বিষয়ক চুক্তি করল বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। মঙ্গলবার দুই প্রতিষ্ঠান এ চুক্তি স্বাক্ষর করেছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক এবং আইএফসির মধ্যে টেক্সটাইল খাতে পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে একটি সহযোগিতা চুক্তি সই বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেনন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস এবং আইএফসির পক্ষে প্রোগ্রাম ম্যানেজার মো. মাসরুর রিয়াজ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস.কে. সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চুক্তি মোতাবেক বাংলাদেশ ব্যাংক এবং আইএফসি যৌথভাবে টেক্সটাইল খাতে পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা প্রস্তুতকরণের কাজ করবে।

এসএ/এএইচ/পিআর