ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সস্তা ইলিশ, কেনার কেউ নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৪ এপ্রিল ২০২০

ধরা, বেচাকেনা নিষিদ্ধ থাকলেও বছরের এই সময় বাংলায় ইলিশের চাহিদা থাকে প্রচুর। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। করোনাভাইরাসের কারণে ইলিশ ধরা ও বিকিকিনির ওপর তেমন নিষেধাজ্ঞা নেই। বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ। তবে বাজারে ক্রেতার দেখা মিলছে না। সস্তায় পাওয়া যাচ্ছে বড় বড় ইলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ফকিরাপুল মাছের বাজার ঘুরে দেখা গেছে, সেখানে বড় বড় ইলিশ দেখা গেলেও ক্রেতা তেমন নেই। একেকটা ইলিশের সাইজ এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত। অন্যান্য সময় এই ইলিশের দাম ২-৩ হাজার টাকায় বিক্রি হলেওে এখন এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

Ilish

বিক্রেতারা জানান, আগে এইসময় একদিনে যে মাছ বিক্রি হতো এখন তিন চারদিনেও সেই মাছ বিক্রি হচ্ছে না।

Ilish

ফকিরাপুল বাজারের মাছ বিক্রেতা শফিক আহমেদ বলেন, ‘অনেক কষ্ট করে বিক্রি করছি। এবার ইলিশ বিক্রির কোনো খবরই নেই। ইলিশ আনছি কিন্তু বেচতে পারছি না। এক হাজার টাকা কেজি বিক্রি করছি (বড় ইলিশ)।’

Ilish

আরেক বিক্রেতা মো. আলাউদ্দিন বলেন, ‘দামও কম বেচাকেনাও কম। কস্টমার না থাকায় এবার ইলিশ আনি নাই।’

এইচএস/এসআর/জেআইএম