ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনা : শিল্প মন্ত্রণালয়ের ভার্চুয়াল ব্রিফিং স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১১ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী মাহামারি করোনভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং করবে বলে জানিয়েছিল শিল্প মন্ত্রণালয়। এটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

শনিবার দুপুরে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার সকালে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী সোমবার (১৩ এপ্রিল) করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় শিল্পখাতের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহার এবং শিল্প সেক্টরের বর্তমান পরিস্থিতি নিয়ে এ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন।

ব্রিফিং এর বিষয়য়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার মধ্যে ই-মেইল ([email protected]/[email protected]) অথবা শিল্প মন্ত্রণালয়ের ফেসবুক অথবা মেসেঞ্জারের মাধ্যমেও পাঠাতে বলা হয়েছিল।

এসআই/এসএইচএস/পিআর