জরুরি চিকিৎসার পরামর্শে এনআরবিসি ব্যাংকের হেলথ ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্টি পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিষয়ক প্রয়োজনে জনমানুষের পাশে দাঁড়াল এনআরবিসি ব্যাংক। জনস্বার্থে এনআরবিসি ব্যাংক লিমিটেড দেশের ও বিদেশের স্বনামধন্য ও বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের সমন্বয়ে একটি হেলথ ডেস্ক চালু করেছে।
করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ প্রতিরোধে সর্বাত্মক পরামর্শ প্রদান ও আক্রান্তদের বিশেষ করণীয় সংক্রান্ত তথ্য সহায়তা দেবে এই ডেস্ক। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম আরও বড় পরিসরে করবে বলে জানিয়েছে ব্যাংকটি ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ সেবা দেবে ব্যাংকটি। এনআরবিসি ব্যাংকের এই হেলথ ডেস্ক থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে সমাজের সকল শ্রেণির মানুষ বিনা খরচে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন।
হেলথ ডেস্কের নম্বর হলো ১৬৪১২ এবং ০৯৬১২৩১৬৪১৩।
এসআই/এনএফ/জেআইএম