ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনা : যাতায়াতে স্বাস্থ্যকর্মীদের বিশেষ সুবিধা দেবে উবার

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ৪০টিরও বেশি হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবার। এর জন্য দ্য আর্থ সোসাইটির প্রজেক্ট ‘ক্র্যাক প্লাটুন’র অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি।

মূলত দেশে করোনাভাইরাস মোকাবিলায় সরকারকে সহায়তা দিতে এ উদ্যোগ নিয়েছে উবার।

এই বিষয়ে উবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দ্য আর্থ সোসাইটির প্রজেক্ট ‘ক্র্যাক প্লাটুন’র অংশীদার হতে পেরে উবার গর্বিত। স্বাস্থ্যকর্মীদের ৪০টিরও বেশি হাসপাতালে যাতায়াতের সুবিধা দিতে এবং কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে হাসপাতালগুলো আমাদের বৈশ্বিক দক্ষতা ও চালকদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। ফলে চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা বাসা থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাসায় যাতায়াতের সবচেয়ে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সার্ভিস ব্যবহার করতে পারবেন। এ সুযোগে আমরা সেই সব মহানুভব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের নিরাপদ রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।’

এফআর/পিআর