ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঘর থেকে বের না হওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০১ এপ্রিল ২০২০

অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্তের মানুষদের জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সব উপকরণ নিশ্চিত করা হবে।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালক শাখায় নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এ তিনি এসব কথা বলেন।

jagonews24

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের জন্য শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ হতে বুধবার মিরপুরের বড়বাগ, পীরেরবাগ, মনিপুর এলাকার প্রায় সাতশ পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করা হয়।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করা হয়েছে। করোনার বিস্তাররোধে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ভালভাবে ধুতে হবে। এ সময় সবাইকেকে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পরে শিল্প প্রতিমন্ত্রী মিরপুরের শিয়ালবাড়িতে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় প্রতিষ্ঠানটির উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম উদ্বোধন করেন।

এমইউএইচ/এমএসএইচ/এমকেএইচ