করোনা : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দিল ইউসিবি
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
সোমবার (৩০ মার্চ) সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এ অনুদান প্রদান করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় ঘরে অবস্থান করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য ব্যাংকের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এখন পর্যন্ত এ ভাইরাসে দেশে ৪৯ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৫ জনের।
এফআর/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২ মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই
- ৩ বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি
- ৪ ৩ বছরে দারিদ্র্যসীমার নিচে দেশের আরও সাড়ে ৭৮ লাখ মানুষ
- ৫ উন্নয়নে গতি নেই, ৫ মাসে এডিপি বাস্তবায়ন ১২ দশমিক ২৯ শতাংশ