ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রেনউইক যজ্ঞেশ্বরের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১১:৪৭ এএম, ৩০ অক্টোবর ২০১৪

লভ্যাংশ ঘোষণা করেছে প্রকৌশল খাতের রেনউইক যজ্ঞেশ্বর। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য রেনউইক যজ্ঞেশ্বর আগামী ২০ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায়, মিল প্রাঙ্গণ, কুষ্টিয়ায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।

 

শেষ হওয়া অর্থ বছরে রেনউইক যজ্ঞেশ্বরের কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা, প্রতি শেয়ারে আয় হয়েছে ৫.৫৮ টাকা, প্রতি শেয়ারে দায় দাঁড়িয়েছে ৩১.৫১ টাকা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ঋণাত্মক ১১.৭৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা, ৫.৭৭ টাকা, ঋণাত্মক ৩১.১৩ টাকা এবং ৮.৯৬ টাকা।