ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাজারে করোনার থাবা, ক্লিকে-ফোনে ঘরেই আসছে চাল-ডাল-আটা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকা‌তে সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও)। দেশের জনগণকে একই নির্দেশনা দিয়েছে সরকার। তবে করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঘরে বসেই পণ্য কেনার সুযোগ করে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো। হটলাইন বা অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দিচ্ছে চাল, ডাল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

দেশের এমন দুর্যোগে সাধারণ মানুষের সুবিধার্থে এ সব সেবা দিচ্ছে বেসরকারি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা, সিটি, এসিআইসহ বেশ কয়েকেটি শিল্পপ্রতিষ্ঠান। তারা বিশেষ ব্যবস্থায় ক্রেতার ঠিকানায় পণ্য সরবরাহ করছেন। দিচ্ছেন বিশেষ ছাড়।

প্রাণ-আরএফএল গ্রুপ-

করোনাভাইরাসেরে এ মহামারির সময়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রাহকরা যেন ঘরে বসেই পেতে পারেন এ জন্য বিশেষ সেবা দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য কিনতে তাদের হটলাইন নম্বর 08007777777 বা www.othoba.com অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দেয়া হচ্ছে। ভাইরাস ও জীবাণুমুক্ত থাকতে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ এ প্রেক্ষাপটে ক্রেতাদের জন্য ২০ থেকে ৩০ শতাংশ মূল্য ছাড়ও দেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকা‌তে স্বাস্থ্য সংস্থাগুলো মানুষকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। তাই মানুষ যেন ঘরে বসেই চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে তার ব্যবস্থা করেছি। আমাদের উৎপাদিত খাদ্যপণ্য হটলাইন ও অনলাইন দু’ভাবেই ক্রেতাদের বাসায় ন্যায্যমূল্যে পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া প্রাণ গ্রুপের ‘ডেইলি শপ’ আউটলেটে ফোন করলে বাসায় পণ্য দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের এ ক্রান্তিকালে মানুষ যেন সর্বোচ্চ সেবা পান সেটা নিশ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য। জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর পণ্য যত দ্রুত সম্ভব ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আমাদের অথবা ডট কমের পাশাপাশি ‘বেস্ট বাই’তে পণ্য কেনার এ সুযোগ রয়েছে। এ ছাড়া টেস্টি ট্রিট ও মিঠাই আউটলেটেও এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।’

মেঘনা গ্রুপ-

এদিকে ঘরে বসেই পণ্য কেনার সুযোগ করে দিয়েছে আরেক শিল্পপ্রতিষ্ঠান ‘মেঘনা গ্রুপ’। কোম্পানির ‘ফ্রেশ’ ব্র্যান্ডের পণ্য অর্ডার করলেই ক্রেতার ঠিকানায় পৌঁছে দেয়া হচ্ছে। তাদের হেল্পলাইন নম্বর-১৬৫৯৫, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে। এ সুযোগ শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনের ক্রেতাদের জন্য।

মেঘনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল বলেন, ‘এখন মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এ সময় করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলা করতে তাদের হটলাইন চালু করা হয়েছে। অর্ডার দিলেই পণ্য পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া বাজারে পণ্য সরবরাহ ঠিক রাখতে উৎপাদন ও বিপণন চালু রাখা হয়েছে।’

সিটি গ্রুপ-

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংকটপূর্ণ এ পরিস্থিতিতে তীর ব্র্যান্ডের পণ্য ঢাকা সিটি করপোরেশনের ভেতর ফ্রি হোম ডেলিভারিতে দিচ্ছে সিটি গ্রুপ। সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ০১৭৯৯৯৯৪৪২৩ ও ০১৭৯৯৯৯৪৪২৪ নম্বরে কল বা এসএমএস দিলে কিংবা https://www.facebook.com/TEER1972/ পেজে ইনবক্স করলে বাসায় পণ্য পৌঁছে দেয়া হবে। যতদিন এমন পরিস্থিতি থাকবে, ততদিন হটলাইনে অর্ডার করে পণ্য পাবেন ক্রেতারা।

এসিআই-

এসিআই ব্র্যান্ডের নিত্যপ্রয়োজনীয় পণ্য অনলাইনে ক্রেতারা অর্ডার করলে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। কারখানার উৎপাদন চালু রয়েছে। সবাই এখন অনলাইনে হোম অফিস করছেন। প্রয়োজনে মাল্টি কলে যুক্ত হচ্ছেন। এছাড়া মাঠে বিশেষ দায়িত্বে যারা রয়েছেন, তাদের নিরাপত্তা সরঞ্জাম দেয়া হয়েছে। পাশাপাশি কীভাবে এখন পণ্য সরবরাহ করা হবে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এসআই/এফআর/এমকেএইচ