করোনা : যোগদান পিছিয়ে গেল ১৮ সহকারী প্রোগ্রামারের
লিখিত ও মৌখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আগামী ১ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী প্রোগ্রামার হিসেবে যোগদানের কথা ছিল ১৮ জনের। কিন্তু বিধি বাম। করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে প্রায় লকডাউন অবস্থা। আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব ধরনের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহনও। তাই আপাতত এই ১৮ সহকারী প্রোগ্রামারের যোগদান করা হচ্ছে না।
তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পরবর্তীতে যেকোনো দিন তাদের যোগদান সম্পন্ন হবে জানিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) অফিস আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
আদেশে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ‘সহকারী প্রোগ্রামার’ এর ১৮টি শূন্যপদে যোগদানের জন্য আগামী ১ এপ্রিল নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হলো। এসব পদে যোগদানের জন্য নতুন তারিখ নির্ধারণপূর্বক পরবর্তীতে পত্র মারফত সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেয়া হবে।’
এমইউএইচ/জেডএ/জেআইএম