করোনাভাইরাস : ঝুঁকির বিষয়ে ভার্চুয়াল মিডিয়ায় ব্রিফিং করবে সিপিডি
বিশ্বব্যাপী মাহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে একজনের মৃত্যু হয়েছে। দিন দিন বাড়ছে এ সংখ্যা। যা দেশের জন্য একটি উদ্বেগজনক স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং করবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং হবে। উদ্ভুত পরিস্থিতিতে জনসমাগম এড়াতে সিপিডি মিডিয়া ব্রিফিংটি লাইভ স্ট্রিমিংয়ের উদ্যোগ নিয়েছে। ব্রিফিংয়ে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে তুলে ধরবে গবেষণা সংস্থাটি। ব্রিফিংটি শনিবার বেলা ১১টায় সিপিডর ফেসবুক পেজ (www.facebook.com/cpd.org.bd) এবং সিপিডি ওয়েবসাইট (www.cpd.org.bd) থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মিডিয়া ব্রিফিংয়ে উপস্থাপিত পেপারটি ই-মেইলে সরবরাহ করা হবে।
মহামারি রূপে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব প্রায় বিছিন্ন হয়েছে পড়েছে। এতে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এ কারণে বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
সংস্থাটি বলছে নতুন করোনাভাইরাসের প্রভাব খুব স্বল্প মাত্রায় হলেও অন্তত ৮০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। আর খুব বেশি মাত্রায় প্রভাব পড়লে বেকার হবে দুই কোটি ৪৭ লাখ। এর আগে ২০০৮-০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় দুই কোটি ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছিলেন।
এসআই/এএইচ/পিআর