ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিলের দাবি

প্রকাশিত: ০৯:২২ এএম, ১১ অক্টোবর ২০১৫

বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটিস (গ্রাসরুটস)। রোববার জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানিয়েছেন বক্তরা।

বক্তারা বলেন, বর্তমানে নির্বাহী ক্ষমতাবলে যে ট্রেড লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে তা গরীব মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা প্রতিয়মান। তারা আরো বলেন, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি’র কারণে নতুন ব্যবসায়ী সৃষ্টিতে বাধা আসবে। শিগগিরই বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহীন আক্তার সাথী, যুগ্ম সম্পাদক সুমন নাহার সুমী ও কোষাধ্যক্ষ খাদিজা নাসরিন প্রমুখ।

এএস/জেডএইচ/আরআইপি