ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

স্টান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৮:২৪ এএম, ১১ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা সাত লাখ ৩৬ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকের উদ্যোক্তা হারুন রাশিদ চৌধুরী তার হাতে থাকা ব্যাংকের ৫৬ লাখ ৪৯ হাজার ৯৬৯ টি শেয়ারের মধ্যে সাত লাখ ৩৬ হাজার ৯৫২ টি শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

রোববার (১১ অক্টোবর) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ২০ পয়সায় দরে বেচা-কেনা হচ্ছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস