ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বড় দরপতনে চলছে লেনদেন

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১১ অক্টোবর ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৭২৪ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৩২ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯০ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ২১১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ টাকা।

এসআই/জেডএইচ/এমএস