মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু
গৃহস্থালিসামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয়কেন্দ্র ‘বেস্ট বাই’ মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি শোরুম চালু করেছে। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুমটি উদ্বোধন করেন।
শোরুমে আরএফএল এর গৃহস্থালি প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘বেস্ট বাই-এর শোরুমে এখন তিন হাজারের অধিক পণ্য পাওয়া যাচ্ছে। আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য উৎপাদন করে।’
বেস্টবাই-এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান, হেড অব মার্কেটিং মেহেদী হাসান ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ১৯৩টি শোরুম চালু রয়েছে।
জেডএ/এমকেএইচ