ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জনতা ব্যাংকের জিএম হলেন কবির আহম্মদ

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন কবির আহম্মদ। সম্প্রতি তিনি নতুন মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংকের খুলনার বিভাগীয় কার্যালয়ে যোগদান করেছেন।

ইতিপূর্বে তিনি ঢাকা পশ্চিমের এরিয়া অফিসে উপ-মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

মো. কবির আহম্মদ ১৯৮৪ সালে জনতা ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি রাজশাহী বিশ্বদ্যিালয় থেকে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবস্থাপনা বিষয়ক তিনটি কোর্স সম্পন্ন করেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, ইংল্যান্ড, ইউএই এবং সৌদি আরব ভ্রমণ করেন। তার জন্ম গোপালগঞ্জের মুকসুদপুরে।

এসআই/একে/আরআইপি