ইন্টিগ্রেটিং বিমসটেকে যোগ দিতে ভারতে বাণিজ্যমন্ত্রী
ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির উদ্যোগে মুম্বাইয়ে ওয়াল্ড ট্রেড সেন্টারে ২৬-২৭ ফেব্রুয়ারি ‘ইন্টিগ্রেটিং বিমসটেক-২০২০’ অনুষ্ঠিত হতে হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ইন্টিগ্রেটিং বিমসটেকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন টিপু মুনশি। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সুসংহতকরণের প্রচেষ্টায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) বিগত দুই দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। অবাধ বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে শিল্প ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক ভৌত ও ডিজিটাল সংযোগ স্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আকর্ষণীয় করতে ইন্টিগ্রেটিং বিমস্টেক-২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আব্দুল লতিফ জানান, বিমস্টেক দেশসমূহের মধ্যে পণ্য, সেবা ও বিনিয়োগ বৃদ্ধিতে ইন্টিগ্রেটিং বিমসটেক-২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এমইউএইচ/এমএসএইচ/পিআর