ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে এমআই সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০

শেষ সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষ ছিল এমআই সিমেন্ট। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

অন্যদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহেজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টাকা।

আর কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে। সপ্তাহজুড়ে এমআই সিমেন্টের শেয়ারের মূল্য বেড়েছে ৪০ দশমিক ২০ শতাংশ। আর টাকার অঙ্কে বেড়েছে ১৫ টাকা ৮০ পয়সা।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৫ টাকা ১০ পয়সা, যা সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ৩৯ টাকা ৩০ পয়সা।

এমআই সিমেন্টের পরেই শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল প্রিমিয়ার সিমেন্ট। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৩৯ দশমিক ৪৫ শতাংশ। এরপরই রয়েছে কোহিনুর কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩৫ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২৭ দশমিক ৩৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৪ দশমিক ১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম’র ২৩ দশমিক ৩৩ শতাংশ, এমএল ডাইংয়ের ২২ দশমিক ৯২ শতংশ, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের ২২ দশমিক ৮৩ শতাংশ, সায়হাম টেক্সটাইল ২২ দশমিক ৭৩ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্ট ২১ দশমিক ৪৮ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/জেএইচ/এমকেএইচ