ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন

প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৭ অক্টোবর ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে। দিনশেষে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। এ নিয়ে টানা দু্ইদিন দরপতন হলো দেশের পুঁজিবাজারে।

বুধবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে চার হাজার ৮০০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকা কম। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১৪ কোটি টাকা।

ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টির দাম বেড়েছে, কমেছে ১৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ পয়েন্টে সিএসই৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯২০ পয়েন্টে এবং সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬৪ লাখ টাকার।

এসআই/এসএইচএস/আরআইপি