ডিএসইতে লেনদেন ৪১৪ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে টাকায় অংকে লেনদেনের পরিমাণ। এর ধারাবাহিকতায় ডিএসইতে লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ৪১৪ কোটি টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস- ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৮৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ৬২ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে ৩২৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৯ টির, কমেছে ১৭৩ টির এবং অপরিবর্তিত আছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত আছে ২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এসআই/এসএইচএস/আরআইপি